ঠান্ডা যখন আসলো ছিঁড়ে
হিমালয়ের কোল,
বুকের ভেতর তখন ওঠে
উরাধুরা দোল।


গেঞ্জি, জামা, জ্যাকেট, টুপি
চায়নারই মখমল,
এত্ত কিছু গা'য় জড়িয়েও
ভেতরে কোন জল!


শীতের কোপে দাঁত থরথর
খিল লেগে যায় ঘাড়
পানির কাছে বরফ নিজেই
হার মেনে যায় হার!