চোখমুখ ভয়হীন যায় হেসে-খেলে
মন হয় দুরন্ত শৈশব এলে।
হাতে ওঠে ব্যাটবল র‍্যাকেটের জাল
এইভাবে চলে যায়  শৈশবকাল।


জামা-জুতো ফিটফাট এলোমেলো চুল
রঙচটা জিন্স ও হাতে নানা ফুল।
বিকেলটা কেটে যায় পাখিদের পাশে
ইশকুল ছুটি হলে লেট করে আসে।


খেলাধুলা ঝিঁঝি ধরা ডাংগুলি মাঠে
উড়ুউড়ু থাকে না এ মনটা যে পাঠে।
দুষ্টুমি সাজা, কান করে দেন লাল
বাবা-মা'র পাশে কাটে শৈশবকাল।