বক নেমে ওই হাটুজলে
ঝাপটা মারে ডানা,
শিকার ধরে তীক্ষ্ণ চোখে
একটি করে কানা।


ওই আকাশে নীলের সাগর
সাদা মেঘে ঢাকা,
তুলোর ভেলায় মেঘের খেলা
কেমন আঁকা-বাঁকা।


বিলভরা ওই কমজলেতে
শাপলা ফোটায় হাসি,
বন-বীথিকায় ফুলের বনে
রূপের খেয়ায় ভাসি।


ফিরে আসে পাখ-পাখালী
সন্ধ্যা হলে নীড়ে,
শরৎ সুখে মন হেসেছে
হাজার দুখের ভীড়ে।