শরত চেনো-
তুলো তুলো মেঘের আনাগোনা
চাষীর চোখে ধান তুলে দেয়
মুখভরা তার সোনা!


শরত যেন-
শুষ্ক আকাশ নীলের খাঁজে ঢোকা
শিউলি সাথে হিমঝুরি ফুল
দেয় এসে ওই টোকা!


শরত এ যে-
হাঁসের চড়া নদীর কিনার ধরে
কাশফুলেদের সাথে আহা
পাখপাখালি ওড়ে!