শরত যখন ফুলের মতো মায়ের নোলক নাড়ায়
ঘাসের ডগায় শিশির ছোঁয়া সৌন্দর্য বাড়ায়।
রঙিন করে বাগান জুড়ে পাখির গাওয়া গানে
তেপান্তরের মনটা আমার ওইদিকেতে টানে।


শরত যখন ব্যস্ত নগর আস্তে করে জমে
ফসল-ফুলের সাজসরঞ্জাম অত কী আর কমে!
ফসল যখন নিজেই নিজের দম্ভ দিয়ে ওঠে
রঙবেরঙের ফুলের আভা ঠোঁট মিলিয়ে ফোটে।


শরত জলে চরিয়ে বেড়ায় মাছের যত সারি
মুক্ত বাতাস দেয় এখানে পাহাড়-সাগর পাড়ি।
মনোলোভা প্রকৃতিটায় চাইতে থাকি দোয়া
শরত এ যে! রাজার রাণী যায় না মাথা নোয়া।