সাদা তুলো উড়ে যায় ঘুরে যায় নীলে
শরতের গুড়োমেঘ কারা খায় গিলে!
কারা খায় কাশফুল, ঘাসফুল তীরে
তুলতুলে মোলায়েম বায়ু বয় ধীরে।


শিশিরের জলকণা ছুঁয়ে দেয় পাতা
পূর্ণতা পেয়ে যায় জীবনের খাতা।
জীবনের খাতা লেখে কতশত বাণী
শরতের পদবিটা হয়ে যায় রাণী।