তুলতুলে ঘাসবনে ফড়িঙের বাস
কমজলে যায় ছুটে দল বেঁধে হাঁস।
দলবেঁধে যায় ছুটে পাখিদের দল
কিচকিচ করে তারা করে কোলাহল।


পাখি সব করে রব কা কা করে কাক
হাঁসগুলো দেয় দেখি চইচই ডাক।
কুনোব্যাঙ গর্ততে ঢেকে নেয় পিঠ
শান বাঁধা পুকুরের বের হয় ইট!


নদীধার সাদাসাদা ফোটা কাশফুল
আকাশের সাদামেঘ করে তুলতুল।
মেঘভেলা ছুটে যায় নেই তার দেশ
ধানপাতা ছেড়ে দেয় হলদেটে কেশ।