একলা পথে সঙ্গে লাঠি
নিলাম তুলে হাতে,
সে এক বড় অভিজ্ঞতা
ঘুটঘুটে একরাতে।


গায়ের পশম খাঁড়া খাঁড়া
শ্মশান ছিলো বাঁয়ে,
কোত্থেকে এক উটকো শেয়াল
লাগলো এসে পায়ে।


শেয়াল না সে,কালো বিড়াল
পেছন পেছন আসে,
তার পেছনে কে যেন ওই-
খিলখিলিয়ে হাসে।


ডানে শেয়াল বাঁয়ে কুকুর
পেছন থেকে হাসি,
শ্মশান থেকে আসছে বিকট-
ভয়াল সুরের বাঁশি।


বুকের ভেতর ধড়াক ধড়াক
মন্ত্র দিলাম ফুঁ'তে,
ভাঙলো বুঝি ঘাড়খানা এই-
শ্মশান পাড়ের ভুতে!