অদম্য উচ্ছাসে যখন মন ভেঙে যায়
শুকনো পাতাদের দখল নেয়  সূর্যস্নাত রাত
তখন ডাহুকের হুংকারে কোটরবদ্ধ চোখ
দিনাতিপাত করে কঙ্কালসুদ্ধ জীবনের।
তাই সুখ সবসময় দীর্ঘস্থায়ী হয় না-


সন্ধ্যার গায়ে যদি বসন্তের দাগ লাগে
আলোকিত সকাল যদি সৌন্দর্যের প্রখরতায় উদ্বেলিত হয়
সন্ধ্যাতো আসবেই গায়ে কালো কোর্ট পরে
তারপর একটু একটু করে গ্রাস করে নিবে পৃথিবীর সব রঙধনু।


আমি একটি আধারময় সময় সকাল চাই