স্বচ্ছতা আর কচকচে এক
স্বচ্ছ কাচের মন
নিরহংকার সদালাপী
থাকেন সারাখন।


দেখলে বিপদ কারো কারো
ভাঁজ পড়ে যায় কপাল আরো
কাঁপে যাহার দীল
চাঁদের সাথে আছে আমার
শিক্ষাগুরুর মিল।


দেন উপদেশ সঠিক যা হয়
ত্যাগী আমার স্যার মহাশয়
করেন না তো ভোগ,
দিতে দিতে ভর করে তাঁর
নানারকম রোগ।


তিনি মহান সমাজ নেতা
সমাজ গড়া বীর,
সারাজীবন উর্দ্ধে উঠুক
শিক্ষাগুরুর শির।