শীতের দেশে
ফড়িংগুলো
বেড়ায় ভেসে
ডানায় ডানায় শিশির মাখে,
ঘাসের মাথা
ছায়া বানায়
সবুজ ছাতা
কব্জা করে ধরে রাখে।


বাতাস ভাসে
বরফ ভেঙে
উড়ে আসে
হিমালয়ের মাথা ছুঁয়ে,
সকাল বেলা
আনছে বয়ে
শীতের মেলা
উত্তুরে সব ঘাসের ভূ'য়ে।