আমি এখন হাঁটতে পারি
খেলতে পারি খেলা,
যা যা বলেন বাবা-মা যা-
করি না তাই হেলা।


কত্তকিছু পারি, চড়ি-
গাড়ি-ঘোড়া নিজে,
একলা তবে যাইনা পুকুর
যাই যদি ইশ ভিজে!


পড়ালেখা করে যে জন
গাড়ী-ঘোড়া চড়ে,
দাদুর এমন মিষ্টি কথায়
টনক আমার নড়ে!