সবার ওপরে আলু সত্য
তাহার পরে ডাল
এই কথাটি বিশ্বাস হয়েছে
দাওয়াত খেতে গিয়ে কাল।


প্রথমে তরকারি ভাজায় একবাটি
ডাল দিয়েছে ঢেলে,
দিয়েই আবার আনতে গিয়েছে
আরেক বাটি এক ছেলে।


মাংশ দিয়েছে ঝোল কমকম
আলু তারচেয়ে বেশি
ডালের বাটিতে এত ঝোল থাকে
জানা নেই তার শেষই।


খাটায় দিয়েছে আমড়ার টক
আলু আছে তাতে মিশে
আমড়া-আলু-টকডালের সাথে
মরছি যেন আমি পিষে।


সবার ওপরে আলু সত্য আর
ডাল সত্য তারপরে
এসব সত্য হজম করতে এই
ফিরে এলাম আমার ঘরে।