আমার শব্দরা নীরব
বাক্যের কেন্দ্রে ঘুরতে থাকে
আর থমকে দাঁড়ায় ভাষা


পারিনা নীলকান্তমণি আনতে


জাদুকরী প্রেম আমাকে
মূক করে দেয়
একদিন সে শব্দহীন এই আমাকে জব্দ করে
অনেক ভালবাসে-আমিও


দ্রুত এসে খেয়ালের বশে মনজয় করে নিলো
আবার অস্ফুট স্বরে দৃষ্টিহীন পাথর অশ্রু দিয়ে
চলে গেলো-


কষ্টের ব্যাসার্ধে শব্দেরা এখন
এক মহা বৃত্তক্ষেত্র!