ছবির মতো ডাহুকটানা চোখের মতো নদী
দুধেল সাদা পাল তুলে নাও চলছে নিরবধি।
তীরের দিকে কাশফুলেরা হাতছানিতে ডাকে
তখন আমার পরাণ যেন খুঁজে ফেরে মাকে।


মিষ্টি আদর বেতস বনে হুতোম প্যাঁচার আখি
ডালিম ফুলে লজ্জাবতী ভ্রমরে যায় চাখি।
ঘাসের বুকে টলটলে ওই শিশির ফোটে দানা
আলতো করে পা ধুয়ে দেয় সবুজ সামিয়ানা।


রোদ ও মেঘের লুকোচুরি এই কাছে ওই দূরে
হাজার পাখির ঝাঁক এখানে আসে উড়ে উড়ে।
পর্দা খুলে দেখলে চোখে স্মৃতিগুলো ভাসা
ছোটছোট ঘর-ইমারত গায়েগায়ে ঠাসা।


ছবির মতো মস্ত আকাশ, মেঘ সমুদ্দুর নদী
সোনার মতো গাঁওটা আমার ছোট্টকালের দধি।
ছোট্টবেলার খেলার গাঁয়ে বড় হয়ে দেখি
মিষ্টি হরেক ফুল ফুটেছে আনাচ-কানাচ এ কি!