জড়িয়ে ঘুরে মাচানজুড়ে
ফুল ফুটেছে বেশ,
হাত ছেড়ে দেয় ধরতে ওজন
বৃন্ত থেকে কেশ।


ঝোপের ঝাড়ে হার মেনে যায়
বাগানভরা ঝাউ,
ডগায় ডগায় কচি-বড়
ঝুলছে তাজা লাউ।


কুমড়ো আছে চিচিঙ্গা আর
হরেক রকম ফল,
আজ আমাদের বাগানখানায়
মৌমাছিদের ঢল।


বরবটি আর ঝিঙ্গা,ঢেড়শ
সবজি সারি সারি,
নানান তাজা তরকারিতে
ভরা আমার বাড়ি।