সবুজ অরণ্যে দীঘল পাতার শরীর ভাঙা পাজরের গাঁথুনী-
তিলতিল করে বেয়ে চলে বানরের পা-চোখের কার্নিশে চিন্তার ছাঁপ!
বেজোড় অস্তিত্বে অন্তর পুড়ে ছারখার-
বিস্তর এলোচুল কপাল হয়ে চোখ ভিড়িয়ে দেয়-অজানা সৌন্দর্যে পাগল করা চাহনি, সবুজ পাতা আর সবুজ থাকে না।