ঘড়ির কাটা টিক টিক টিক
যায় যে সময় ঠিক ঠিক ঠিক
সেকেন্ড মিনিট পার,
ষাট সেকেন্ডে মিনিট যে যায়
ষাট মিনিটে ঘন্টা নাচায়
খোঁজ কি রাখি তার!


সাত দিনেতে সপ্তাহ আসে
এসব শুনে মনটা হাসে
ত্রিশ দিনে মাস,
এমনি করে বছর আসে
এক-দুই-তিন-বারো মাসে
এটাই ইতিহাস।


টিক টিক টিক ঘড়ির কাটা
নিমিষে দেয় সময় হাটা
কেউ জানেনা ঠিক,
বুকের ভেতর পরাণপাখি
চলছে সদা বুজলে আঁখি
কেমনে ঝিকমিক।