পুষ্ট হাসি মিষ্টি আবেগ হাত দুখানি ভারী,
কলজে পোরা ভালবাসা সাজিয়েছো নারী।
জোয়ার ওঠা যৌবনে ঠিক তুমি মোমে ভরা,
তোমার মধু উথলে পড়ে মৌমাছিদের ত্বরা।

কেউ তোমারে বিহন দিছে জীবন আত্মাহুতি,
একটুখানি সুখ চেয়ে তার কিবা এমন ক্ষতি।
দেখাও দেহ যৌবনাবেগ দেখাও রুপী মোহ,
এতো জনকে দেখিয়ে দেহ কি বোঝাতে চাহো।

কি পোশাকে ঢাঁকো তোমার সাধের দেহখানি
দেখে পথের সববয়সী জীবন্ত ফুলদানী।
তুমি রুপের মুখ মেজেছো পাগল করার জন্য
সবপুরুষের সঙ্গ পেয়ে হতে চাও কি ধন্য!

এমন তোমার ঢেউদুলুনি শুধু দেখার বাহার,
বিয়ের পরে সংসারী নয় কেমন ঢঙের পাহাড়!
দেখতে তুমি কি সুন্দরী দেখা যেত ভালো,
সংসারী চাপ ভাল্লাগেনা চোখে দেখো কালো

ভুল করেছো রুপ দেখিয়ে বিয়ের আগে কারো,
সেই সময়ে শিখতে যদি ঘর গোছানো আরো।
তুমি হতে প্রিয় সবার প্রিয় হতো স্বামী,
যে জীবনে জীবন হতো সোনার চেয়ে দামী।