মাঝেমাঝে চাঁদকে আঁধারের সঙ্গী বলে ফেলি
কিন্তু চাঁদ আর আঁধার কখনও সঙ্গী হতে পারে না
যদি হতে পারতো তবে পার্থক্য বলতে মদ আর রুটিকে স্বরের ওঠানামা করতে কাজে লাগানো যেত।
এত সুন্দর চাঁদ আবার কলংকের ছাপ মাখে
আর আঁধার মাখে কালো কালি;
কালিতে কিন্তু কলংক থাকে না


তবুও বিপরীত সঙ্গী নিয়ে নেমে গেলাম পৃথিবী মানচিত্রের খাদ পূরণে-