ছোট্ট খুকু ছোট্ট পায়ে চললে বাজে অলংকার
ভাইয়া পড়ার পাশে গিয়ে বলে এই যে কলম কার!
বাঘের ছবি, মিঁয়াও ছবি খুঁজতে থাকে পুরো বই
না পেলে বই ছিঁড়তে থাকে কান্না করে দ্রুতই।


কুটুম যাবে নানু বাড়ি নতুন জামা জুতা কই,
দোলনা দোলে, গান শিখেছে! ঠোঁট নেড়ে কয়- তা-তা তই!
বাইরে যাবো বললে খুকু সবার কোলে দেয় সে ঝাঁপ
খই ফোটানো শুনলে কথা পেরে ওঠা ভীষণ টাফ!


টু খেলে যায় বাবার সাথে আম্মুর পেছন আড়াল নেয়
ভাইয়া বলে এই পেয়েছি মাথাখানি বাড়ালেই!
খুকুর ভাইয়া খুকুর সাথে খেলতে থাকে কেমন বেশ
ভাইয়া-খুকুর খেলায় জমে ওঠে ভালোই পরিবেশ।