ছয়টি ঋতু আমার দেশে
কেমনে আসে হেসে হেসে
বর্ষা শরৎ
রূপের পরত
রূপের বেশে
সাদা-কালো মেঘে ভেসে।


একটা ঋতু পাগলা ঘোড়া
ঝড় তুফানে শুধুই ওড়া
গ্রীষ্ম এলে
রোদে হেলে
কষ্টে মোড়া
ঘরগুলো হয় পোঁড়া পোঁড়া।


একটি ঋতু ধানের গানে
হেমন্ত সে সুখটা আনে
চাষীর মুখে
পড়ে ঝুঁকে
কানে কানে
কুটুম আসে খুশির টানে।


সারাটাদিন কুহু ডাকে
মাতায় কোমল আকাশটাকে
বসন্ত ওই
আনন্দ হৈ
পাতার ফাঁকে
আমার দেশের ছবি আঁকে।