বুকের ভেতর হীম হয়ে যায় একটি মধুর ডাকে
আনাচ-কানাচ বাইরে-ভেতর খুঁজি আমার মা-কে।
সারাদিনের ক্লান্তি ভুলি হাজার কাজের ফাঁকে
মায়াবী মুখ পড়ে মনে মিষ্টি হাসির মা-কে।  
মা ছাড়া এই পৃথিবীটা দেখাই বলো কাকে
মায়ের স্মৃতি দূরে গেলে তখন বেশী ডাকে।


মা আমাকে স্বার্থ ছাড়া গভীর ভালবাসেন
আমার যত অর্জনে মা নিখাদ ঠোঁটে হাসেন।
দেখলে বিপদ মা আমাকে আগলে ধরে রাখেন
কষ্টগুলো মা শরীরে মিষ্টি করে মাখেন।
থাকলে দূরে আঁচল গুঁজে মা কত যে কাঁদেন
আসলে পাশে খাদ্য কত জমানো সব তা দেন।


সকালবেলা ঘুম ভেঙে যায় মিষ্টি মায়ের ডাকে
রোজ সারাদিন তারই সে রেশ মনের ভেতর থাকে।
রক্ত যেমন যায় ছড়িয়ে দেহের শাখে শাখে
তেমনি আমি ভালবাসি শুধু আমার মা-কে।