কাকাতুয়া ঝুটি নেড়ে
বলল- "আমি রাজা।"
আমার কথা শুনলে না কেউ-
পাবে কঠিন সাজা।


ময়না পাখি ঝাঁজিয়ে গলা
করলো শুরু নিয়ম বলা
মন্ত্রী হবেন নিজে,
গান শেখাবেন কাক-কোকিলের
বৃষ্টি ভিজেভিজে।


বৃষ্টিভিজে গলার ভেতর
কণ্ঠ ওঠে তেতে
বুনো পাখির দলগুলো তাই
উঠলো ভীষণ মেতে।


হঠাৎ-
অনিয়মে ভরলো যখন
বনের ভেতর রাজা তখন
ঠুকরে গাছের ছাল
কোনো দিকে দেয়না নজর
চুপ থাকে তার গাল।


ময়না তখন গয়না পরে
রাজ্য করে জয়
সুরের পাখি রাজা হলো
কেউ করো না ভয়!