পুব আকাশে মেঘের পাশে
সূর্য দিলো উকি,
মেঘটা ঠেলে রোদ নেমেছে
দেখলো দূরে খুকি।


বাবা বলেন দেখছো সোনা
সূর্য কেমন লাল,
ঠায় দাঁড়িয়ে আলো ছড়ায়
যায় কেটে যায় কাল।


এমন কত মানুষ আছে
সূর্য যেমন করে
খোঁজ নিতে চাও আছে জানা
প্রতি ঘরে ঘরে।


বঙ্গবন্ধু সূর্য সমান
সবার দিলেন আলো
তাঁর ছোঁয়াতে জানো দেশের
দূর হয়েছে কালো!