স্বদেশ আমার প্রেম
মনের ঘরে স্বপ্নে আঁকা সোনালী এক ফ্রেম।


স্বদেশ মানে নিজের অতি উচ্চতরো মান
দূরের কোথাও থাকলে যেমন- অনুভূতির টান।
জন্মভূমির পাতায় পাতায় বাতাস বাঁধা গান
স্বদেশ মানে, মনের ভেতর হাজার খুশির বান।


স্বদেশ মানে মায়ের কোলের ভালোবাসার রূপ
যার পরশে ধন্য জীবন হয়ে ওঠে খুব।
স্বদেশ মানে বাবার হাসি দাদীর দেখা মুখ
তেমনি আমার মায়ের হাতের আদর মাখা সুখ!


স্বদেশ মানে ক'দেশ ঘুরে বিষিয়ে ওঠা মন
নিজের ঘরে নিজের মতো জীবন জাগরণ।
আপন মনে যেমন পাখি চঞ্চুতে নেয় জল
স্বদেশ মানে তেমন করে খুশির পড়ে ঢল।


স্বদেশ মানে খুশির হাসি টোল পড়ে যায় মা'র
বুকের পাখি চোখের পাশে থাকুক পাশে তার।
ঝর্ণা যেমন ভরিয়ে তোলে উর্বরতার ধান
স্বদেশ তেমন আমার মায়ের প্রথম গাওয়া গান।