আমি যেই পড়ি বসে
কানে কোন সুর,
মাছি-মশা ডানা নেড়ে
করে ঘুরঘুর।


বসে পড়ি সবখানে
এই ওই ঘর,
মাছি উড়ে বসে মুখে
গালে দিই চড়।


ধ্যাত্তরি জ্বালাতন
খালি হয় রাগ,
পড়াপড়ি ফেলে যাই
ওই দূর বাগ।


বিল মাঠ চিরে যাই
চিরে যাই গাঁ,
বই-খাতা গুলো ধ্যৎ
দেই টা টা।