সারারাত টেবিল ফ্যান ঘোরার শব্দে
গায়ের কুয়াশা কেটে নেমে এলো
এক অস্থির মাদকতা
প্রচ্ছন্ন ঘুমে দেখি- অন্ধকার কাক,
একটা চতুর শেয়ালের মগজ ছিঁড়ে খাচ্ছে
আর আশপাশের শকুনগুলো কাকের রহস্য দেখে
অভুক্ত টোশা খামছে ধরছে
ইট রাস্তার শেষ গলি থেকে- যেখানে সারিসারি দেবদারু গাছ আছে
সেখান থেকে আগুনের দাঁত বের করে ছুটে আসছে-দুটো নেকড়ে
দেখলাম- ভয়ংকর সব কোবরা, ব্লাক উইডো, পিরানহা, এলিগেটর, লেপার্ড...
ভাবলাম একটা মরা শেয়ালের গন্ধ যদি এতই বীভৎস হয় তবে ডায়নোসরের পাকস্থলীতে আবিস্কার হবে হাতির কংকাল
এরই মাঝে-
আমার কানে বেজে ওঠে টেবিল ফ্যানের ঘুটঘুট ঘুট ঘুট শব্দ...