ঘাসের ডগা বেয়ে পড়ে
ফোটায় ফোটায় জল
চক চকচক জ্বলে ওঠে
শিশির টলোমল।


মাঠ ফাটে না রোদে পুড়ে
গা ফেটে যায় মুখ-পা জুড়ে
আদ্র বাতাস হীমে,
জনজীবন আটকে আছে
কুয়াশাময় থীমে।


আকাশ থেকে ঝরে যেন
বরফ কুঁচি শীত
ঠক ঠকাঠক কেঁপে মরি
নেই যে হিতাহিত।