টিয়ের নাকি বিয়ে হবে
জাগবে সবাই রাত্রি,
ফিঙের বাড়ি ঝিঙে ফুলে
ঘটক সাজায় পাত্রী।


কাকের ডাকে গাছের ফাঁকে
শালিক মারে ঝাপটা,
শকুন মাথায় উকুন বোলে
মেরে আছে ঘাপটা।


বিয়ের ঢোলে ব্যাঙের কোলে
লুকায় কালো বিচ্ছু,
হুতোম প্যাঁচা রাজার আদেশ!
-করার তো নেই কিচ্ছু।


বাদুড় ঝোলে টিনের খোলে
বিয়ে খাওয়ার জন্যে,
বিয়ের দিনে টিয়ের বধু
বনের ফিঙের কন্যে।