আর আমার ভুল হতে দেখে খিলখিল টোলপড়া হাসিতে কেঁপে উঠতো যেন পৃথিবী,
সৌরভ বলেছিলো,' বৈশাখী মেলাতে তোমার মুখটি নাকি সবার মন কেড়েছিলো।'
পাড়ার দুষ্টু ছেলেদের ভয়ে তুমি সিল্কের শাড়ি পরা বাদ দিয়েছিলে
সেবার আশ্বিনের বৃষ্টিতে তোমার ছাতা হারানোর কান্নায় নেদু পাগলাও সিক্ত হয়েছিলো-
আর হাসতে হাসতে প্রেম নিবেদন করেছিলো তার গায়ের একটি  ছেঁড়া জামার হুক ধরে-
সেদিন নেদুর হাসিতে দাঁতের পাশে হলদে-কালো পাথরগুলো রোদের আলোয় চিকচিক করে উঠেছিলো-
তুমি ভয়ে আমাকে ডেকেছিলে।
তোমার রসাত্মক দৃষ্টি ভাবলে আজও আমাকে পাগল করে
তুমি কি এমন করে আজও আমায় ভাবো!