আমরা সাহস দেখাই যদি
হুমড়ী খাবে জাতি,
আমরা কিলে ভাঙতে পারি
ভিন্নমতের ছাতি।


আমরা নবীন হাতের মুঠো
বজ্রসম মুঠি,
জাগলে হঠাৎ মোচড় দিয়ে
সটান হয়ে উঠি।


আমরা তরুর সতেজ পাতা
নতুন হয়ে গজি,
শত্রু পেলে ধ্বংস খেলায়
হিংস্র হয়ে মজি।


আমরা অমর হতে জানি
সবুজ বিরানভূমে,
তবু অলস দেহ কেন
থাকে শুধুই ঘুমে!!