উচ্ছিষ্টাংশে বারবার আবিষ্কার করি
কাকে; শত্রু, জোনাকি, চাঁদ, নীল আকাশ, বন্ধু!
না- শুধু আমাকে। যদিও সবার চোখে আলগা আদর
ঘোড়ার সওয়ার, উটপাখির ডানায় ওড়ার শখ
আমার শখ বলে কিছু নেই।
হতাশা আর তিক্ত মাটির বিস্বাদ গন্ধ
তবুও আবিষ্কার করি
নিটোল মিথ্যামাখা আগন্তুক প্রেম
উচ্ছিষ্টাংশে পঁচে গলে জমে
আমাকে আর আমি
চিনতে পারিনা