একটি কথা ভেবে ভেবেই
চিন্তা আরো বাড়ে,
সেই বুড়োটা এমনি করে
চিন্তাগুলো ঝাঁড়ে।


চিন্তা করে হচ্ছে বুড়ো
ধরছে চুলে পাঁক,
সামনে থেকে মাথায় ফাকা
হয়েই গেছে টাক।


কাজের ফাকে একটু থামে
ওপর দিকে চায়,
চিন্তা করেই মুচকি হাসে
পাগল বলা যায়।


হাটতে গেলে হঠাৎ থামে
পেলে কোথাও চূড়ো,
আকাশ পানে চেয়ে ভাবে
কত কি সেই বুড়ো!


এই বয়সে সবাই নাকি
এমন করে ভাবে,
বুড়োর কথার এই দাবি কি
মেনে নেয়া যাবে!