বস্তা নিয়ে যায় বেরিয়ে
ছেড়া জামার টোকাই,
উপোষ ক'দিন খোজ মেলেনা
একটা দিনের সদাই।


এখন আবার কাগজ কুটো
যায়না পাওয়া পথে,
যেটুকু রয় পায়ের নিচে
থাকে ময়লা হতে।


ধরে আসে রোজা থেকে
তৃষ্ণা নিয়ে বুকে,
দাওনা বাবু হাত এলিয়ে
হাড্ডিসারের মুখে।


তোমরা নাকি হাজার টাকায়
পোশাক নিচ্ছ কিনে,
ওরা তো হায় জীবন বাঁচায়
পঁচা ডাস্টবিনে।


নিজের ঘরে ঈদের আমেজ
খুশবু আতর মাখে,
ঈদের খুশি কি মনোরম
ভাগকরে দাও তাকে।