এ কী!
ভাতের থালায় মানুষের রক্ত!
একগ্লাস পানকৌড়ি ভেজা পানিতে পোঁতা
ভোরের ফুল
খকখক করে উষ্ণ কাশিতে গেলা
অজগরের নাড়ি
মানুষের রক্ত থালায় রেখে কাঁদে
সন্ত্রাসী বিকেল


হরিণ যখন মোলায়েম আদর পেয়ে নাচে
মায়ের কোল ভরে ওঠে ওমে
চমৎকার রজনীগন্ধা ছড়ায়
চিটচিটে ঘাম
অশুভ ছায়া ঘোরে গোলাপের পাতায় পাতায়
বুড়ো শামুকের দাঁত নড়ে
কপাল ছিঁড়ে বের হয়
গিজগিজ করে গাঁথা ঘিলু
তখনও মানুষের অবিকল কঙ্কালে ঘেরা থাকে
চারিপাশ-


ভালোরা অপেক্ষা করে কচ্ছপের খোলসে