ভোর হলো খুকুমনি
চাঁদ গেছে ডুবে
লালজামা পরে রবি-
মামা এলো পুবে।


ভোর হলো রাত শেষে
দোর খুলে এসো
ভালোদের পাশে যাও
একসাথে মেশো।


ঘাসগুলো শিশিরেই
হাঁসগুলো ঘরে
মুরগীরা ছাড়া পেয়ে
ছুটে ছুটে মরে।


ভোর হলো খুকুমনি
জোর দিয়ে ওঠো,
সকলের সাথে তুমি
ফুল হয়ে ফোটো!