ভোর হয়েছে খোকন ওঠো
আর করোনা হেলা,
এই দেখে যাও বারান্দাতে
সূর্য রোদের খেলা।


উঠছে সাজু, উঠছে সুমা
উঠছে ভোরে সুমি,
ভোরের পড়া পড়ছে ওরা
পড়বে কখন তুমি!


আয় আয় চাঁদমামা,
আরো পড়ে সা রে গা মা।


এসব পড়ে ওসব পড়ে-
পড়ার ছোট্ট রুমে,
কতকিছু পড়ছে ওরা
খোকন তুমি ঘুমে!


উঠে তুমি অযু করো
রূপোদানা জলে,
ভালো হলে সোনা হার
এসে যাবে গলে।