যম ভয় পাই...
কেমন বিষন্ন হয়ে যাই ভাবলে
গা শিউরে ওঠে কাটা


ঘুমন্ত হয়ে থেকে যদি জীবন্ত হতো মন
যমের আস্তানা নড়বড়ে হয়ে উঠতো
শুকনো পাতার মতো বাজলে পুরোঘর
শয়তানি নৃত্য উৎপন্ন হয় গাঁয়ে
তখন যম
হাসতে ভুলে যায় তার অতীত নিয়ে


তার হাসিমুখ কেউ কখনও দেখেনি
আমিও না


আমি যমকে বড় ভয় পাই!