ভূতটা ছিলো রোজা
চামড়া ঝোলা শুকনো শরীর হাড় ক'খানা গোঁজা।
মামদো দাদু শাকচুন্নী তার আসে না পাশে
মোটকু হাতির বাঁচ্চামতো ভূতটা দেখে হাসে।


ভূত রয়েছে রোজা!
তা-ও রয়েছে ঐ পেত্নী! কান ধরে ফেল সোজা!
কখনও কী করেছে সে পথ দেখিয়ে ভালো
উপকারের নেশায় সে কী দেখিয়েছে আলো?


ভূতের দলে কেউ রয়েছে ভালো এবং মন্দ
কারো আছে কারো সাথে চিরদিনের দ্বন্ন্দ্ব।
কেউবা আবার ফ্যাসাদ বাঁধায় বাপের সম্পত্তিতে
ঘাড় মটকেই মেরে বাবার চায় যে কেড়ে নিতে।


ভূত কী সর্বভূক!
মানুষ এখন ওদের চেয়েও সুপার আগন্তুক