দশক কতক ধরে কাশ্মীরে বর্বর আগ্রাসন;
খুন-গণহত্যা-ধর্ষন আর নিপীড়ন,
বিশ্বচক্ষু সামনে-আড়ালে এ পৈশাচিক নিমর্মতা
চালাচ্ছে হায়েনা দখলদার পুষে অন্তরে সাম্প্রদায়িকতা।
রক্তে মাখা কাশ্মীর, আহজারি করা কাশ্মীর, হায় কাশ্মীর!


আমরা বিশ্ববাসী
তোমাদের পাশে আছি
হে কাশ্মীরী! পাশে আছি বিশ্বের বিবেকবান জনগণ,
হে কাশ্মীর ভূমির সন্তান-বীর,
কাশ্মীর আজাদির!


ফুঁসছে কাশ্মীর, উত্তাল জনতা,
জেগেছে পাঞ্জাব-পশ্চিমবঙ্গ-নাগাল্যান্ড স্বাধীন জনতার স্বকীয়তা,
অরুন্ধতী-অমর্ত্য সেন-মমতা, পাকিস্তান-বাংলাদেশের জনতা,
জেগেছে বিশ্বের বিবেকবান-- সইতে পারি না আর মানবতার অসম্মান,
কাশ্মীর যেন না হয় আবার সার্বিয়া-আরাকান!
এসেছে চূড়ান্ত ডাক আজাদির, গিলানীর
গৌরবে প্রাণ পর্বত শহীদ বোরহান ওয়ানীর!


দখলদারের দেশি-বিদেশী দালাল-দোসর যারা,
পঁস্তাবে তারা, হবে সাড়া,
মর্যাদাহীন মীরজাফর-জগৎশেঠ-বল্লভেরা, চণ্ডালেরা
দেশ-মানবতার শত্রু তারা।


ওরা খেয়েছে খণ্ড খণ্ড রাজ্যগুলো আর সিকিম-জুনাগর-হায়দ্রাবাদ,
এবার খেতে চায় আশেপাশের সব স্বাধীন তল্লাট।


মাথাপিছু হায়েনা অস্ত্রসজ্জিত ধর্ষক-খুনি সেনা আটি
মানুষকে বিলুপ্ত করে ওরা চায় শুধু মাটি।
মাটিতে মিশে যাবে ওরাই; ব্যাঘ্র মূর্তিমান
কাশ্মীরে স্লোগান--‘বন্দুক’ ‘বন্দুক’
‘এবার বন্দুকেই হবে সমাধান’।


সেদিন আর খুব দেরি নেই,
নয়লক্ষ হায়েনা সেনার কারফিউ যেমন
করোনা করেছে বিশ্বজুড়েই;
নাফিসা উমরের দোয়া কবুল,
মজলুমের বাকী আশা পূরণ হবেই---
কাশ্মীর, আজাদির কাশ্মীর, কাশ্মীর আজাদির!


বি:দ্র: কবিতাটি আগেই লেখা হয়েছিল। আজ ‘আমাদের সময়’ পত্রিতায় ভারতের ইকোনোমিক পত্রিকার প্রখ্যাত সাংবাদিক অরবিন্দ মিশ্র’র ফেসবুক পাতা থেকে ভাইরাল হওয়া ‘কাশ্মীরী কন্যা নাফিসা উমরের দোয়া কবুল, পুরো পৃথিবীই আজ তাদের কষ্ট উপলব্ধি করছে’ লেখাটি পড়ে শেষের পারাটি সংযুক্ত করে কবিতাটি প্রকাশ করলাম।