(সানু)
যেন হাজার বছর ধ’রে খুঁজিতেছি ভুবন মাঝে অবিরত
তৃষ্ণার্ত চাতকের মত,
হৃদয়ে তাহার স্পন্দন ও সত্তা তাড়িত ক’রে ফে’রে,
মোরে অস্থির করে ধীরে; অন্তপুতঃ মুঁকুরে
তাহারে দেখিয়াছি অসংখ্যবার
অস্পষ্ট, ইয়াত্তা নাহি’ক ত‍া’র -


বহু খুঁজিয়াছি তাহারে বাহুডোরে
রাত্রির অন্ধকার গর্ভে, চাঁদিনী রাত্রির প্রান্তরে,
দিবসে জনপদে -
পাইয়াছি তাহার ছায়া, কায়াহীন;
হৃদয়ে অবোধ বিরহ, ক্ষান্ত তনু -
সব ডুবিল অশ্রুজলে,
তখনি হাতছানি দিল - ‘শানু’!