সময় খারাপ বলে যারা
দূর্ভোগ এড়াতে করছো সময় পাড়;
শোন হে নিরীহ ভয়ার্ত তুমি
পাবেনা নিস্তার।


পৃথিবীর কোন বিপ্লব প্রাক্কালে
সময় ছিলো ভালো,
সময় যদি ভালোই হতো
বিপ্লবের প্রয়োজন কী ছিলো?


শোন, সময় চলে সময়ের গতিতে
কভু নেয়না পরিস্থিতির দায়ভার,
সময়কে বৃথা দুষে কেন
করছো আত্ম অবিচার।


চারিদিকে অন্যায়, বিনাশ, দুঃসহ
মহা দূর্যোগের ঘনঘটা, অমানিশার কালো,
হাত গুটিয়ে বসে আছি সবাই
আমাদের কী হলো?


সময়কে তো আমরাই করি স্মরণীয়
আমরাই ইতিহাসের কারিগর,
সময়ের হাতে ছেড়ে না দিয়ে
এসো হই অগ্রসর।