পিশাচের খিলখিল, প্রেমিকের বালখিল্য—
কোথাও না কোথাও তো এক!
কোথাও সকল হাসি এক, সকল চোখের পলক—
কোথাও সকল চাওয়া এক, এক যত কামনা, বাসনা;
কোথাও সকল প্রেম এক, এক সব চুম্বন তাড়ণা;
কোথাও কপট ও কবি এক;
এক যত ধর্ষকামী লম্পট, যত প্রিয় প্রগাঢ় প্রেমিক:
মাংসের কাচা ঘ্রাণে গোপনে সবাই মত্ত, মূর্ত মাতাল—
সুতন্বী তরুণীর তরতাজা শরীরের লোভে সকলে লোলুপ;
কোথাও সবাই ওরা এক—সকল পুরুষ:
সবাই হৃদয়ে পোষে বুনো নগ্ন শুকর,
সবারই ভেতরে খেলে ক্ষ্যাপা ভাদরা কুকুর!