এসো দু’জন
আগুন শুদ্ধ করি অগ্ন্যুৎসবে
ভিন্ন স্বপ্নে ভিন্নভাবে
আচানক চুম্বন!


তুমিতো এখনও
দীপ্তিময় রমণী দৃষ্টি দীঘলা
অস্পৃশ্য বাগানের অতন্দ্রিলা
ইচ্ছে হলে যুগল-স্নানে দেখতে দিও!


অন্তহীন শরীরে তোমার
উদ্ভিন্ন যৌবনের শুদ্ধস্নান
সুগোল বন্দনায় আবিষ্ট ধ্যান জ্ঞান
আগুনের হলকায় তামাটে মুখ
একই মুদ্রায় বেদনা ও  সুখ!


এক গঙ্গা রক্ত মেখে
শুদ্ধতম  কামনার আগুনে
এসো আগুন জ্বালি
সংগোপনে নিজস্ব অক্ষরে অক্ষরে!
-স্বপ্নময় স্বপন©