হে সমাজ, হে সীমান্ত,
আমি কোন কাব্য নই
ধুসর এই পৃথিবীতে আমি
ভালবাসার বর্ণমালায়
আকাশের নীলিমায়
সংবিধিবদ্ধ সতর্কীকরন!


আমি কেবলই মানচিত্র নই!
বিষাক্ত কিছু বিষাদ সর্বদিগ্ব্যাপী
মুক্ত হয়েছি, তবু
স্বরবর্ণ শেখার আনন্দে
অনাহারী শিশুর ক্রন্দন!


সময়ের মারপ্যাঁচে সময়ের কাছে
অর্থহীন সংলাপ
জীবনের পথে ঋতু দৃশ্যের
ছন্দ পতন!


এখনো,
রাত পাঁজরের দীর্ঘ দীর্ঘশ্বাস
নিকষিত বাতাসে বুক ভরে দম নেয়
আধিপত্যবাদ!


মেঘ ঘরে নিতে নিতে
তখনো
নারীরা গর্ভে সন্তান ধারণ করতো
এখনো করে!


শূন্য বাড়ির আঙিনায় বসে
স্বপ্ন বোনে অন্ধ মন  
ঠুলি পরা চোখে
দ্যাখে তৃপ্তির আলো!

নির্লিপ্ত নিষ্পেষণে
আজো দ্যাখে!


কাঙ্ক্ষিত অনায়াস আবাসে
অর্ধ পেটের কাল, দাসত্বের বন্ধন
আগের মতোই আছে
ঘাতকের হাতে গৃহের উঠোন!


হত্যাকারীরা আজও ওৎ পেতে আছে
ভাবের ঘোরে,শব্দে শব্দে মুক্ত বাতায়নে!


আমি কোন গল্প নই; তাই
সময় বিবরে
আমি প্রতিনিয়ত আমাকেই খুঁজে বেড়াই!


হে মানুষ!
চোখ মেলে দ্যাখো
অন্য অনুভবে
আমি স্বাধীনতা- আমিই এখনো স্বাধীন নই!
-স্বপ্নময় স্বপন©