হাঁটুর উপর হাঁটু ভেঙ্গে
বসা আমি এক
হাঁটু ভাঙ্গা ‘দ’
আজন্ম!


হাঁটুরও নাকি ক্ষয় আছে
নগ্নপায়ে শিশির ছোঁয়ায়
হাঁটুর মাঝে শশঙ্গাসন!


আমার আজন্ম লালিত পাপ
তৃষ্ণার্ত বুকে
সর্বগ্রাসী জোছনা
এঁকে দেয় পদচিহ্ন
‘হাঁটুর নিচে’!


চড়াই উৎড়ই......হঠাৎ নেশায়
বিন্দু বিন্দু ঘাম
‘দ’ হয়ে যাওয়া হাঁটুতে...
বাড়ির আঙ্গিনায় বিরহী বাতাস
টন টন হাঁটুব্যথা
স্তব্ধতায় বিমূঢ়
চায়ের কাপে ধূমায়িত বিলাপের
পূনর্জাগরণ!


নির্ঘুম দরজা  হাঁটু চুলকায়
আমার হাঁটুতে গোধূলি লগ্নে
জলের গহীনে চাঁদ ভেঙ্গে
তোমার উর্বরায় খুঁজি
বনেদি বেলুন!


পত্র শূন্য চিবুক
দু'হাতে ভাঁজ করা
অকূল সমুদ্র
হাঁটু জলে
উনুনে আগুন উসকায়!


বুক পকেটের অদ্ভুত নারী
হাঁটুর উপর হাঁটু মুড়ে
আঙ্গুলে আঙ্গুল নিয়ে
আঙ্গুল পোড়ায়!
-স্বপ্নময় স্বপন©