বিনা বাক্যব্যয়ে
অদৃশ্য কামনার আতশী দুপুর
এক রাতের গল্পের সবটুকু নিয়ে  
খোলা জানালায় মাতাল বেহালার সুর!


এখনো অন্ধকার
সভ্যতায়, নিদ্রাহীনতায়
ভীষণ উদ্ধত পৃথুলদ্বয়
ভেদ করে শতাব্দির প্রাচীন প্রাচীর!


শাড়িতে শাড়ি নেই
উষ্ণ গর্ভাঙ্ক পাল্টে পাল্টে ছায়াশরীর
ভারে ভারাক্রান্ত সুডৌল বৃত্তমাঝে একাকী
আশ্চর্য এক পৃথিবী অপার!


এখনো উত্থান!
চোখে চোখ শেকড়ের শোকে
একাকী রৌদ্রের বিস্ময়
তীর্থসলিলের  প্রপাতসমূহ ওঁৎ পাতে!


সুডৌল শয্যায় দ্রোহের আগুন
বুভুক্ষু জিহ্বায় গোপন ক্ষীরের বাটি
আদ্যোপান্ত খুলে
অন্ধকারের ভেতর নিষিদ্ধ যাপন!


অন্তরঙ্গ অন্তর্বাসযোগে
চন্দ্রবিন্দুর প্রস্থান!
-স্বপ্নময় স্বপন©