বৃষ্টিতে হাঁটতে হাঁটতে হঠাৎ
বৃক্ষটির পায়ের তলায়
অদৃশ্য আকাশ!


অদৃশ্য সুতোয় অর্ধ-সমাপ্ত প্রান্তর
অমল রাত্রির নিথর প্রতীক্ষায়
অন্ধ বাড়ীটা
অনবধানে ঢুকে পড়ে
শূন্যতার ভেতর!


বৃক্ষটি
আগ্রহী মদিরাপাত্র তুলে নেয়
চিক চিক রোদ্দুরে
অর্ধেক খোলা মানুষের মতো
অন্য ঘরে অন্য কোন শহরে!


অন্ধ বাড়ীটা
ভুবন ছুঁয়ে দেখে জানালা
পৃথিবীর!


পাথর হয়ে যাওয়া অনুভুতির মতোন
বিষাদ বৃক্ষটির
ঘনসবুজ এক ঝাঁক স্বপ্নে
নীল কার্পেটে হাওয়া খেতে খেতে
পৌঁছে যায় অসুখের তীর!


সূর্যোজ্জ্বল সমতল
অন্ধ বাড়ীটা
মখমল-কোমল অন্ধকারে
ঘুরপাক খায়
অর্ধমৃত প্রতিবিম্বের প্রক্ষেপনে


কেউ মনে করতে পারে না
বৃক্ষটি আর অন্ধ বাড়ীটা
জনবিচ্ছিন্নতায়
হাজার বছর ধরে নিথর
কৃষ্ণ শূন্যে!
-স্বপ্নময় স্বপন©