দূর্বাতে রক্ত লেগে
পা থেকে পায়ে সব বাস্তুহীন
না নৌকো, না ছৈ,
ভাঙ্গা বৈঠা,বিন্দু বিন্দু যাপিত জীবন
আর্ত দু ঠোঁটে!


মুহূর্ত বুনে বুনে
ষোল ভ্রমে সতেরোয় নেমে
গতরের ওমে সঙ্গম শেষে
শীষসদৃশ নারীর স্তন দোলে
আধুলি শরীরে জোড়ে জোড়ে!


রক্তাভ দর্পণে ভস্মলোচন দেখে  
পত্রপল্লবহীন শূন্যে
ভাসতে ভাসতে
স্রোতে
বিভক্ত হলাম জড়তুল্য পাথর থেকে!


চোখ ঢেকে শুনি
চোখ ঢেকে শুনি
পাতালের শ্বাস
মূর্ছা সেচন!


দীধী দীধী
কুড়ির যুবতী মোর
ভরে থাক মুহূর্ত তোর
রাখিনি কিছুই আমি পা,হাত,বান
কিংবা তুই ছাড়া, অন্য পিছুটান!



প্রবাহ দুয়ার খুলে দেই!
বিষ মেখে মেখে
বিষ মেখে মেখে
আমি নিম গাছ!


হাত ধরবি বলে হাত বাড়ালে...হাত খুলে দেখি হাত নেই!
সঙ্গে হাঁটবি বলে পা বাড়ালে...পা খুলে দেখি পা নেই!"
-স্বপ্নময় স্বপন©